ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি বেড়ে ৬.৫ শতাংশ হতে পারে : এডিবি

২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি বেড়ে ৬.৫ শতাংশ হতে পারে : এডিবি

চলতি ২০২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি কিছুটা বেড়ে ৬.৫ শতাংশে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগের অর্থবছরে দেশের জিডিপি ছিল ৬ শতাংশ। গতকাল বুধবার প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৩’ প্রতিবেদনে মুদ্রাস্ফীতি কমারও পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ অর্থবছরের ৯ শতাংশ তুলনায় চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ৬.৬ শতাংশে নেমে আসতে পারে। দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবের ঘাটতি কিছুটা কমেছে। ফলে মূল্যস্ফীতি কমার পূর্বাভাস দিয়েছে এডিবি। চলতি হিসাবের ঘাটতি আগের অর্থবছরে জিডিপির ০.৭ শতাংশ থেকে ২০২৪ অর্থবছরে কিছুটা কমে ০.৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক চাহিদা প্রত্যাশা অনুযায়ী না হলে রপ্তানি প্রবৃদ্ধির অবনতি হতে পারে, যা এই (জিডিপি) প্রবৃদ্ধি পূর্বাভাসের প্রধান ঝুঁকি। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বলেন, বাহ্যিক আর্থিক অনিশ্চয়তার পরেও সরকার তুলনামূলকভাবে ভালো করছে। কারণ কাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নত করতে জরুরি সংস্কার করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত