শরিয়াহভিত্তিক ব্যাংক এবং ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের যথাযথ তদারকি ও নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে পৃথক ‘শরিয়াহ ব্যাংকিং বিভাগ’ চালু করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। শরিয়াহ ব্যাংকিং বিভাগ চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত মঙ্গলবার আইনজীবী মো. মাহমুদুল হাসান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠান। নোটিশ প্রেরণকারী আইনজীবী মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আইনি নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে আলাদা শরিয়াহ ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের একটি নিজস্ব শরিয়াহ বোর্ড গঠন করতে হবে।