নেপালে প্যাগোডা নির্মাণ করে দেবে বাংলাদেশ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রচার করতে নেপালের লুম্বিনীতে প্যাগোডা ও বৌদ্ধ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এজন্য ৬৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়নে বৈদেশিক মুদ্রায় বাস্তবায়িত হবে। এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ, বহুসংস্কৃতি এবং বহুত্ববাদী দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্প প্রস্তাব সূত্রে জানা গেছে, ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ২০১৯ সালে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। তারই আলোকে আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছে।