সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেন। এদিকে ডিএসইতে একটি সূচকের মান কমলেও সিএসইতে কমেছে তিনটি সূচকের মান। বৃহস্পতিবার পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১২০ কোটি ১২ লাখ টাকার শেয়ার। ডিএসইতে এদিন কমেছে একটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৯ দশমিক ৭৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৬ দশমিক ১০ পয়েন্ট ও ১ হাজার ৩৬৪ দশমিক ৬১ পয়েন্টে। এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স। এছাড়া ফু-ওয়াং ফুডস, জেমিনী সী ফুড, মেট্রো স্পিনিং, সি পার্ল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও এশিয়া ইন্সুরেন্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন কমেছে তিনটি সূচকের মান। বৃহস্পতিবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৪ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৫ দশমিক ১৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১২ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৮ দশমিক ৫৩ পয়েন্টে ও ১৩ হাজার ৩৭৮ দশমিক ৫৭ পয়েন্টে। তবে এদিন বেড়েছে সিএসই-৫০ ও সিএসআই সূচকের মান। সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ১২ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ দশমিক ২৪ পয়েন্ট ও ১ হাজার ১৭১ দশমিক ০৯ পয়েন্টে। এদিকে সিএসইতে গতকাল বৃহস্পতিবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩ কোটি ৩৬ লাখ টাকা।