ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেন্দ্রীয় ব্যাংকে সভা

ডলারের দাম বাড়ানোর প্রস্তাব ব্যাংক মালিকদের

ডলারের দাম বাড়ানোর প্রস্তাব ব্যাংক মালিকদের

ব্যাংকগুলো যাতে ঘোষিত দামের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা না করে, সেজন্য ব্যাংক মালিকদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। জবাবে ব্যাংক মালিকরা বলেছেন, ডলারের দাম কিছুটা বাড়ানো হলে তাতে সংকট কমতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতাদের সঙ্গে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ আলোচনা হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বিএবির পক্ষে চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সভায় নেতৃত্ব দেন।

বেশি দামে ডলার বিক্রি করার কারণে ১০ ব্যাংকের ট্রেজারিপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক মালিকদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ডলারের বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ও ব্যাংকের সার্বিক তারল্য পরিস্থিতি তুলে ধরা হয়। সভায় বলা হয়, ডলারের সংকট এখন কমে এসেছে, সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তাই কোনো ব্যাংক যাতে ঘোষণার চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা না করে, তা নিশ্চিত করতে হবে।

এ সময় বিএবির পক্ষ থেকে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে কেন্দ্রীয় ব্যাংক আপত্তি জানালে হুন্ডি নিয়ন্ত্রণে প্রবাসী আয়ে ডলারের দাম বাড়ানোর প্রস্তাব দেন ব্যাংক মালিকেরা। তখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, প্রবাসী আয়ে ডলারের দাম বাড়ানো হলে হুন্ডিতে ডলারের দাম বাড়বে। এরপর ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আরো বেশ কিছু ব্যাংকে পরিদর্শন চলছে। সেসব ব্যাংকে অনিয়ম পাওয়া গেলে তারাও শাস্তির আওতায় আসবে। ব্যাংকের তারল্য পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সভায় জানানো হয়, কিছু শরিয়াভিত্তিক ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে কোনো সংকট নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত