ভিসানীতিতে বাণিজ্যিক প্রভাব পড়বে না

সালমান এফ রহমান

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভিসানীতিতে বাণিজ্যিকে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করেই ইউএসএতে ১৫ দশমিক ৫ শতাংশ ডিউটি ফি দিয়েই পণ্য দিচ্ছি। এক্ষেত্রে তো আমাদের বাড়তি সুবিধা দিচ্ছে না। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে তৃতীয় আন্তর্জাতিক নগর অঞ্চল পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

ইউএসএ যে ভিসানীতি দেওয়া শুরু করেছে সেটা ভালো করেছে মন্তব্য করে সালমান এফ রহমান আরো বলেন, যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে ভিসানীতি ব্যবহার করবে।

এটা আরো ভালো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে সালমান এফ রহমান বলেন, আমাদের নির্বাচন কমিশন ১০০ ভাগ স্বাধীন।

একসময় এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে ছিল। এখন সম্পূর্ণ স্বাধীন। পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।