ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে সেরা এয়ারলাইনস নির্বাচিত হলো এমিরেটস

বাংলাদেশে সেরা এয়ারলাইনস নির্বাচিত হলো এমিরেটস

নিয়মিত বাংলাদেশি আকাশ ভ্রমণকারীদের মধ্যে পরিচালিত এক অনলাইন জরিপে এমিরেটস ২০২৩ সালের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমিরেটস বিভিন্ন সেবা ক্যাটাগরিতে পাঁচটি স্বর্ণ, দুটি সিলভার এবং দুটি ব্রোঞ্জ ট্রফি লাভ করেছে।

চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন এয়ারলাইনসকে তাদের উৎকৃষ্ট পণ্য ও সেবার জন্য পুরস্কৃত করা হয়। জরিপে ৩ হাজার ৩০০-এর অধিক নিয়মিত আকাশ ভ্রমণকারীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী মো. মাহবুব আলী এমপি, বাংলাদেশে নিযুক্ত এমিরেটসের এরিয়া ম্যানেজার জাবের মোহাম্মদ এবং শীর্ষ কর্মকর্তাদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। এমিরেটস উপর্যুপরি চতুর্থবার বাংলাদেশে সেরা এয়ারলাইনস নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত