‘পিসিআই ডিএসএস’ সার্টিফিকেট অর্জন করেছে এনআরবিসি ব্যাংক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

এনআরবিসি ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকদের সব ধরনের তথ্য সুরক্ষা নিশ্চিত করায় আন্তর্জাতিকভাবে সম্মানজনক স্বীকৃতি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্টান্ডার্ড (পিসিআই ডিএসএস) ভার্শন ৩.২.১ সার্টিফিকেট অর্জন করেছে।

গতকাল মঙ্গলবার ব্যাংকের গুলশান সভাকক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার হাতে সার্টিফিকেট তুলে দেন এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টসের (ইআইসি) সিইও মশিউল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক এএম সাইদুর রহমান, লকিয়ত উল্লাহ, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব:) আবু এসরার, উপব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, আইটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টসের সিওও মো. জাহাঙ্গীর আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।