আরো কমল সয়াবিনের দাম

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ মূল্য আরো কমেছে। গতকাল বুধবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, দক্ষিণ আমেরিকা অঞ্চলে সয়াবিনের ব্যাপক ফলন হয়েছে। সেই তালিকায় রয়েছে বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনাও। এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধির জোরালো সম্ভাবনা জেগেছে। ফলে পণ্যটির দরপতন ঘটেছে। আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের দর শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৩ ডলারে। গত ২ মাসের মধ্যে যা প্রায় সর্বনিম্ন। আগের কর্মদিবসে যা ছিল ১৩ ডলার ১৬ সেন্ট। ইউক্রেন থেকে খাদ্যপণ্য রপ্তানির মূল পথ কৃষ্ণসাগর বন্দর বন্ধ করে দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে ইউক্রেনীয় শস্য ও তেলবীজ রপ্তানির লক্ষ্যে বিকল্প স্থল পথ সৃষ্টি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ। ফলে দেশটি থেকে সয়াবিন, সূর্যমুখী তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা জেগেছে। আন্তর্জাতিক বাজারে যার প্রভাব পড়েছে। গত সোমবার মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) প্রকাশিত এক উপাত্তে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ সয়াবিন ভালো অথবা চমৎকার রয়েছে। আগের সপ্তাহে যে হার ছিল ৫২ শতাংশ।