ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাল বিক্রি করে চাঙা বিশ্বের ‘বৃহৎ’ উৎপাদক দেশের অর্থনীতি

চাল বিক্রি করে চাঙা বিশ্বের ‘বৃহৎ’ উৎপাদক দেশের অর্থনীতি

বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশই করে শীর্ষ উৎপাদক ভারত। তবে গত জুলাইয়ে হঠাৎ খাদ্যপণ্যটি রপ্তানি নিষিদ্ধ করে দেশটির সরকার। এতে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ে চালের দাম।

ফলে বিপাকে পড়ে প্রায় ৩০০ কোটি মানুষ। এই পরিস্থিতিতে চাল রপ্তানি অব্যাহত রাখে বিশ্বের আরেক বৃহৎ উৎপাদক ভিয়েতনাম। তাতে দেশটির অর্থনীতি চাঙা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে ভিয়েতনামের চাল রপ্তানি বেড়েছে ব্যাপক। এ সময়ে দেশটির ভোগ্যপণ্যটি সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬ মিলিয়ন মেট্রিক টনে। ২০২২ সালের একই সময়ের চেয়ে যা ২৩ শতাংশ বেশি।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত ভিয়েতনাম সরকারের এক উপাত্তে এই পরিসংখ্যান পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়, আলোচ্য সময়ে চাল রপ্তানি করে দেশটির রাজস্ব বেড়েছে ৪০ শতাংশ। তাদের আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে। বিদায় নিতে চলা সেপ্টেম্বরে আনুমানিক ৮ লাখ মেট্রিক টন চাল রপ্তানি করেছে ভিয়েতনাম, যার বিশ্ববাজার মূল্য প্রায় ৪৯৫ মিলিয়ন ডলার। এ ধারা অব্যাহত থাকলে দেশটির আর্থিক মুনাফা আরো বাড়বে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত