ভারতীয় রুপির মান বাড়ল
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার মান বেড়েছে। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন কারেন্সির বিরুদ্ধে ভারতীয় রুপির মূল্য বৃদ্ধি পেয়েছে ১৪ পয়সা। প্রতি ডলারের দাম স্থির হয়েছে ৮৩ দশমিক ০৫ রুপিতে। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এদিন অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের অবনমন ঘটেছে। এছাড়া ইক্যুইটি বাজারে দৃঢ় প্রবণতা দেখা গেছে। ফলে রুপির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এক বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা ইক্যুইটি বিক্রি করতে তোড়জোড় শুরু করেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর ঊর্ধ্বগামী হয়েছে। ফলে অভ্যন্তরীণ মার্কেট চাপে পড়েছে।
বিশ্লেষকরা বলেছেন, ভারতের চলতি হিসাব ঘাটতি (সিএডি) উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
ভারতীয় রুপি শক্তিশালী হওয়ার এটিও অন্যতম কারণ। যাহোক, ক্রমবর্ধমান সুদের হার এবং মার্কিন বন্ড ইল্ডের ঊর্ধ্বমুখিতা বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির মেজাজে থাকতে প্ররোচিত গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের সিএডি প্রায় অর্ধেক কমে ৯ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমেছে। গত বছরের একই সময়ে যা ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলার, দেশটির মোট জিডিপির যা ছিল প্রায় ২ দশমিক ১ শতাংশ।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান বিএনপি পরিবাসের অঙ্গ সংস্থা শেয়ারখানের গবেষণা বিশ্লেষক অনুজ চৌধুরী বলেন, আলোচ্য কার্যদিবসে ভারতীয় রুপি শক্তিশালী হয়েছে। কারণ, ইউএস ডলার সূচক নিম্নমুখী রয়েছে। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন ঘটেছে।