ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাচনের পরই আর্থিক খাত সংস্কারে জোর

বললেন সালমান এফ রহমান
নির্বাচনের পরই আর্থিক খাত সংস্কারে জোর

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সালমান এফ রহমান। আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে দেশের আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই সরকারের মুল লক্ষ্য। আর্থিক খাতের চলমান প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে বলেও জানান তিনি। গত রোববার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান বলেন, যেহেতু সামনে নির্বাচন তাই সরকার এবং ব্যবসায়ী থেকে শুরু করে দেশের সবাই নির্বাচনে নিয়ে ব্যস্ত। সবার মনোযোগ এখন নির্বাচনের দিকে। তাই নির্বাচনের পরে নতুন সরকারকে এ খাতের সংস্কারগুলো করতে হবে। বিশ্বব্যাংকের সাথে বৈঠকের বিষয়ে তিনি জানান, রিজার্ভ বাড়ানোর জন্য রেভিনিউ, রেমিটেন্স, রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। এ বিষয়ে সালমান এফ রহমান বলেন, তাদের জানানো হয়েছে, ইতোমধ্যে আর্থিক খাতে সংস্কার শুরু হয়েছে, তবে মেজর সংস্কারগুলো নির্বাচনের পরে হবে। ঋণের প্রস্তাবেরবিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক ৫ শতাংশ সুদে ঋণ নেয়ার প্রস্তাব দিয়েছে। তবে আপাতত এই সুদে ঋণ নেওয়ার আগ্রহ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত