ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংকগুলোর কাছে ডিজিটাল বিজ্ঞাপনের লেনদেনের হিসাব চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলোর কাছে ডিজিটাল বিজ্ঞাপনের লেনদেনের হিসাব চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে ডিজিটাল বিজ্ঞাপনের লেনদেনের হিসাব জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত লেনদেনের হিসেব ব্যাংকগুলোকে দাখিল করার নির্দেশনা দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। গত রোববার ব্যাংকগুলোর প্রতি সেই চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র দৈনিক কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ওই চিঠিতে দুইটি ভিন্ন টেবিলে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন সংক্রান্ত লেনদেনের বেশকিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। একটি টেবিলে মেটা, গুগলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বাবদ খরচকৃত অর্থের পরিমাণ, উৎসে কর্তনকৃত কর, প্রকাশিত বিজ্ঞাপনের ব্যাপ্তিকাল এবং বিজ্ঞাপন বাবদ দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। পৃথক আরেকটি টেবিলে টাকা বাইরে পাঠানো এজেন্সির নাম, বিজ্ঞাপন প্রচার করা প্রতিষ্ঠানের নাম, প্রচারিত বিজ্ঞাপন বাবদ পাঠানো অর্থের পরিমাণ, বিজ্ঞাপনের ব্যাপ্তিকাল এবং প্রতি ইউনিটের মূল্য বা দর জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত