ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জ্বালানি তেলের দাম কমে মাত্র ৯০ ডলার

জ্বালানি তেলের দাম কমে মাত্র ৯০ ডলার

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ৯০ ডলার হয়েছে।

বিনিময় মূল্য হিসেবে ডলার ও ট্রেজারি বন্ডের চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মঙ্গলবার আইসিই ফিউচারসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমেছিল ৯০ ডলার ১৫ সেন্টে। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৮৮ দশমিক শূন্য ৪ ডলার।

এটি ছিল আগের দিনের তুলনায় ৭৮ সেন্ট কম। পরামর্শক প্রতিষ্ঠান এএনজেডের বিশ্লেষকরা বলেছেন, বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে। তারপরও অপরিশোধিত জ্বালানির দাম ৯০ ডলারের নিচে নেমেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত