১৮ দিনেও এলো না ডিম
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
এক সপ্তাহের কথা বলে ১৮ দিনেও বিদেশি ডিম দেশে আনতে পারেনি অনুমোদন পাওয়া কোনো প্রতিষ্ঠান। এমনকি আমদানিকারক অনুমতি নিলেও ঋণপত্র খুলেছে মাত্র একটি। তা-ও আবার ৬২ হাজার ডিমের বিপরীতে। অথচ অনুমোদন দেয়া হয়েছে ১০ কোটির! যা নিয়ে সঠিক ব্যাখ্যাও নেই তাদের কাছে। আর বিষয়টি নিয়ে একরকম হতাশ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। ডিমের দাম নিয়ে বেশ কিছুদিনের অস্থিরতা এখন একরকম থেমেছে ডজনপ্রতি ১৪৫ থেকে ১৫০ টাকায় এসে। প্রতি পিস ১২ বা সাড়ে ১২ টাকায় আনতে পেরে সরকারও যেন খানিকটা সফল। অথচ বছরখানেক আগেও যে একই ডিম কেনা গেছে প্রতি পিস ১০ টাকায়; তা হয়তো ভুলেই গেছেন সাধারণ মানুষ।