ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এসএমই পণ্যমেলার সময় পেছালো

এসএমই পণ্যমেলার সময় পেছালো

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) ফাউন্ডেশনের ১১তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৩ এর সময় পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। এসএমই ফাউন্ডেশনের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১১তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৩ অনিবার্যকারনবশত আগামী ৫-১১ নভেম্বর অনুষ্ঠিত হবে না। এতে আরও বলা হয়েছে, মেলার নতুন তারিখ এবং নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেইসবুক পেইজে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। উদ্যোক্তাদের সাময়িক সমস্যার জন্য এসএমই ফাউন্ডেশন আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে। উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে বিভাগীয় পর্যায়ে মেলা আয়োজন করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন। দেশের ছয়টি বিভাগীয় শহরে এ মেলা অনুষ্ঠিত হবে। এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এসব মেলার আয়োজন করা হচ্ছে। একদিকে উদ্যোক্তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বাড়াতে পারবেন; অন্যদিকে উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যেও সেতুবন্ধন তৈরি হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত