ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কর্পোরেট সংবাদ

কর্পোরেট সংবাদ

বাংলাদেশে শিক্ষার সুযোগ সৃষ্টি ও আর্থিক সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক কুমন একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। কুমন পদ্ধতি ব্যবহার করে ব্র্যাক কুমন গণিত ও ইংরেজিতে উচ্চমানের শিক্ষা প্রদান করে। ব্র্যাক কুমন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন গত ৩ অক্টোবর ২০২৩ এক অনুষ্ঠানে চুক্তিপত্র বিনিময় করেন। ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব রিটেইল ব্যাংকিং মাহিউল ইসলাম, হেড অব উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং আগামী-স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস মেহরুবা রেজা, হেড অব উইমেন অন্ট্রারপ্রেনর সেল খাদিজা মরিয়ম এ সময় উপস্থিত ছিলেন। কুমন গ্লোবালের টিম লিড, লাইসেন্সিং অপস অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট, ম্যারিকো সুজুকি এবং ব্র্যাক কুমন লিমিটেডের প্রধান নেহাল বিন হাসানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত