এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত বিদেশি কর্মীদের বেতন-ভাতা করমুক্ত করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সুবিধা অব্যাহত থাকবে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত। গত বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। নতুন আয়কর আইনের ধারা ৭৬-এর উপধারা একের ক্ষমতাবলে আদেশটি জারি করেছে এনবিআর। এর ফলে সরকারি-বেসরকারি উদ্যোগ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) নেওয়া এই প্রকল্পে নিয়োজিত বিদেশিদের বেতন-ভাতায় আয়কর দিতে হবে না। এক মাস আগে ঢাকায় নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উত্তরা থেকে ফার্মগেট অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির বাকি অংশের নির্মাণ কাজ এখনো চলছে। এটিই দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।