রাজধানীর ২০ জায়গা
প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রির পরিকল্পনা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ডিমের দাম নিয়ে যখন অরাজকতা চলছে তখন সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম ১২ টাকায় বিক্রির কথা জানিয়েছেন খামারিরা। সামগ্রিক প্রক্রিয়া শেষে সপ্তাহখানেকের মধ্যে রাজধানীর ২০ জায়গায় এই ডিম বিক্রি শুরুর চেষ্টা চলছে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বিপিএ’র সভাপতি সুমন হাওলাদার গণমাধ্যমকে জানান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশপাশের জেলা থেকে ডিমের সরবরাহ নিশ্চিতেও কাজ চলছে। সরাসরি খামারিদের থেকে এনে রাজধানীর ২০টি স্থানে ডিম বিক্রি করা হবে বলে জানান তিনি। গত ১৪ সেপ্টেম্বর প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু সেই দাম শুধু কাগজে-কলমেই রয়ে গেছে। বাজারে ক্রেতাদের ডিমের ডজন কিনতে গুনতে হচ্ছে ১৫০ টাকা। ক্ষেত্রবিশেষ তা গিয়ে ঠেকছে ১৫৫ টাকা থেকে ১৬৫ টাকা পর্যন্ত। গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে সরেজমিনে দেখা গেছে, প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।