বেশি দামে পণ্য বিক্রি

৯৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু, পেঁয়াজ, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় সারাদেশে ৯৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বুধবার ঢাকা মহানগরসহ দেশের বিভাগ ও জেলা পর্যায়ে ৬০টি বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪৭টি টিম। এর মধ্যে ঢাকা মহানগরীতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের তিনটি টিম।