যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তিন মাস) সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। তবে একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে কমেছে ৪ দশমিক ৪১ শতাংশ। গত বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাতে এ তথ্য জানান বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে।

সব মিলিয়ে গত ৩ মাসে ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৩৪৩ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পণ্য বেশি রপ্তানি হয়েছে, যা শতাংশের হিসাবে বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

ইপিবির তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি ৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে। স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে রপ্তানি যথাক্রমে ২৩ দশমিক ২৬ শতাংশ, ৮ দশমিক ৬৭ শতাংশ, ১৮ দশমিক ৯৭ শতাংশ এবং ২৩ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে, শতাংশের হিসাবে কমেছে ৪ দশমিক ৪১ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৩ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।