ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একদিন বন্ধ থাকবে স্বর্ণ বেচাকেনা

একদিন বন্ধ থাকবে স্বর্ণ বেচাকেনা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সব স্বর্ণের দোকান একদিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আগামী রোববার (২২ অক্টোবর) সারা দেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ফলে এদিন কোনো স্বর্ণ বেচাকেনা করা হবে না। এদিকে, আজ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজা।

আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। এবার ঢাকা মহানগরীতে পূজা হচ্ছে ২৪৫টি। সারা দেশে ৩২ হাজার ১৬৩টি মন্দিরে দুর্গাপূজা হবে।

এ হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৪০টির বেশি পূজা মণ্ডপ হচ্ছে। এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত বুধবার বৈঠকে বসে ‘বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ কমিটি। ওই বৈঠক থেকে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত