ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাজারে মুরগির বাচ্চা নিয়ে আসছে ‘আস্থা ফিড’

বাজারে মুরগির বাচ্চা নিয়ে আসছে ‘আস্থা ফিড’

দেশের খামারিদের চাহিদা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে বাজারে মুরগির বাচ্চা নিয়ে আসবে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত শুক্রবার ঢাকার একটি হোটেলে পরিবেশক সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী। তিনি বলেন, ডিলার ও খামারিদের চাহিদা বিবেচনায় মুরগির বাচ্চা সরবরাহ করার জন্য আমাদের কাজ চলছে। আমাদের কাছে আপনাদের (ডিলার) যেসব দাবি রয়েছে সেগুলো সমাধানে কাজ করছি। আমাদের সাফল্যের অংশীদার আপনারাও। সম্মেলনে সভাপতির বক্তব্যে আস্থা ফিডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান বলেন, আমাদের পথচলা নিষ্কণ্টক ছিল না। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে এ অবস্থানে এসেছি। সবার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা পরিবেশক ও খামারিদের আস্থা অর্জন করেছি। তিনি বলেন, আমাদের কাছে পরিবেশকদের দাবি ছিল পণ্যের মান ঠিক রাখা, আমরা পণ্যের গুণগতমানের প্রশ্নে কোনো আপস করিনি, ভবিষ্যতেও এটি ধরে রাখা হবে। শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশ ও জাতির মেধা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত