দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে জমে উঠেছে পূজার কেনাকাটা। প্রতি বছরই দুর্গাপূজা ঘিরে শপিংমলগুলোতে থাকে বাড়তি চাপ। এবারও তার ব্যতিক্রম ছিল না। ব্র্যান্ড ও নন-ব্র্যান্ড আবহাওয়া বিবেচনায় নিয়ে এসেছে নিত্য-নতুন সব পোশাক। অনেকেই এরই মধ্যে কেনাকাটা সেরেছেন। অনেকেই আসছেন নতুন করে কিনতে। কেউবা আসছেন টুকিটাকি কেনাকাটার জন্য। তবে শেষ সময়ে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জুয়েলারি আইটেম, কসমেটিকস, জুতো ও সেন্ডেল। পোশাক কেনাকাটাও ছিল চোখে পড়ার মতো। গতকাল রোববার রাজধানীর মৌচাক, মালিবাগ ও মগবাজার এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে এসব চিত্র দেখা গেছে। এসব এলাকায় মার্কেটে রয়েছে স্পেশাল ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, সুতি শাড়ি এবং মসলিন শাড়ি আছে। উন্নত মানের সালোয়ার-কামিজ এনেছে, রয়েছে মা ও মেয়ের একই ধরনের কম্পো পোশাক। এগুলো ১ হাজার ৮০০ টাকা থেকে ৬ হাজার টাকার মধ্যে রয়েছে। ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে ছেলে ও বাবার একই রঙের পাঞ্জাবি রয়েছে। আবার নরমাল এসব পণ্য ১ হাজার টাকায়ও পাওয়া যাচ্ছে। বয়েল কটনের শাড়ি ও পাঞ্জাবির কম্বো ফ্যামিলি (ছেলে-মেয়ে-মা-বাবা) রয়েছে। পূজা উপলক্ষ্যে এসব পোশাক পাওয়া যাচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৬ হাজার টাকার মধ্যে। এছাড়া কটন ও মসলিন শাড়ি রয়েছে স্পেশাল রেটে। রয়েছে হাফ সিল্ক ফতুয়া, বাচ্চাদের ম্যাচিং সেট ও বড় বাচ্চাদের ম্যাচিং বিভিন্ন রঙের পোশাক। মৌচাক মালিবাগ এলাকায় জুতাণ্ডসেন্ডেল ও জুয়েলারি আইটেম বিক্রি বেশি দেখা গেছে। পূজায় নতুন ধরনের ভ্যানিটি ব্যাগও রয়েছে। এসব এলাকার মার্কেটগুলোয় বিভিন্ন জুতাণ্ডসেন্ডেল পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। কারুকাজা করা মেয়েদের সেন্ডেল পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।