চালে শুল্কের মেয়াদ বাড়াল ভারত

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সেদ্ধ চাল রপ্তানিতে শুল্ক আরোপের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের মার্চ পর্যন্ত করেছে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ভারত।

সম্প্রতি দেশটির সরকারের এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে দাবি করা হয়, সেদ্ধ চাল রপ্তানিতে বিদ্যমান ২০ শতাংশ শুল্ক আরোপের মেয়াদ ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। এ উদ্যোগে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে চালের চালান আরো কমবে।

ফলে খাদ্যপণ্যটির বৈশ্বিক মূল্য আরো বৃদ্ধি পাওয়ার শঙ্কা জেগেছে। এরই মধ্যে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে ভোগ্যপণ্যটির দর। এর আগে আগস্টে সেদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। গতকাল রোববার (১৫ অক্টোবর) যার মেয়াদোত্তীর্ণ হবে।

গত জুলাইয়ে ব্যাপকভাবে ব্যবহৃত নন-বাসমতি সাদা চালের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এতে বিশ্বজুড়ে ক্রেতারা অবাক হন। এরও আগে গত বছর ভাঙা চাল রপ্তানি নিষিদ্ধ করে ভারত। বিশ্ববাজারে খাদ্যপণ্যটি মোট রপ্তানির ৪০ শতাংশই করে দেশটি।