ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক ২১ কোটি ছাড়াল

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক ২১ কোটি ছাড়াল

বাড়তি কোনো টাকা ছাড়াই ঘরে বসে খোলা যায় হিসাব। শহর কিংবা গ্রামে নিমেষেই পাঠানো যায় টাকা। কেনাকাটা, বিল পরিশোধ, ঋণ গ্রহণসহ যুক্ত হচ্ছে নতুন নতুন নানা পরিষেবা। বিদেশ থেকে আসছে রেমিট্যান্স। হাতের মুঠোতে মিলছে সেবা। ফলে বিকাশ, রকেট, নগদের মতো এমএফএসের ওপর মানুষের আগ্রহের পাশাপাশি বাড়ছে নির্ভরশীলতা। বাড়ছে গ্রাহক সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্ট শেষে গ্রাহক ২১ কোটি ছাড়িয়েছে। নিবন্ধিত গ্রাহক সংখ্যা এখন ২১ কোটি ২৪ লাখ ২০ হাজার ৪৭৬ জন। প্রতিবেদনে দেখা যায়, প্রতি মাসেই বাড়ছে গ্রাহক সংখ্যা। চলতি বছর এপ্রিলে মোবাইল ব্যাংকিং গ্রাহক ২০ কোটির ঘর অতিক্রম করে। এপ্রিলে গ্রাহক ছিল ২০ কোটি ৬ লাখ ৮৯ হাজার ২১০ জন। এরপর মে মাসে গ্রাহক বেড়ে হয় ২০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ১৮৬ জন। জুনে ২০ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৬৪৬ জন এবং জুলাইতে গ্রাহক ছিল ২০ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ৮৩৪ জন। গ্রাহকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় চলতি বছরের আগস্ট মাসে ১ লাখ ৯ হাজার ৫৫৫ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের মাসের তুলনায় ১১ হাজার ২৪৯ কোটি টাকা বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত