ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

গাজায় জিম্মি অবস্থায় থাকা যুক্তরাষ্ট্রের দুই নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গাজায় জিম্মি থাকা দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। ফলে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত প্রশমিত হতে পারে বলে আশা জেগেছে। তাতে মধ্যপ্রাচ্যের বাকি অঞ্চলে সেটা ছড়িয়ে পড়ার আশঙ্কা দূর হয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হবে না বলে সম্ভাবনা জোরাল হয়েছে। এ প্রেক্ষাপটে জ্বালানি পণ্যটির মূল্য কমেছে। শুক্রবার (২০ অক্টোবর) বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর হ্রাস পেয়েছে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৯২ ডলার ১৬ সেন্টে। আলোচ্য কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরপতন ঘটেছে ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৮৮ ডলার ৭৫ সেন্টে। হামাসের মুখপাত্র আবু উবায়দা বলেন, মানবিক কারণে গাজায় জিম্মি থাকা দুই মার্কিন মা-মেয়েকে মুক্তি দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত