১৯৭২ সালে প্রতিষ্ঠার পর ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ রেভিনিউ অর্জন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। স্থানীয় বাজারে ডলারের দাম বৃদ্ধিতে বড় সুবিধাভোগী আন্তর্জাতিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। সদ্য শেষ হওয়া অর্থবছরে শিপিং কর্পোরেশনের রেভিনিউ হয়েছে ৬৬৭.২৩ কোটি টাকা, যা ঠিক দুই বছর আগে ২০২০-২১ অর্থবছরে ছিল ২৪৩ কোটি টাকা। করোনা মহামারির সময় ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় ওই অর্থবছরে রেভিনিউ বাড়ে।
কোম্পানির হিসাব বিভাগের এক কর্মকর্তা জানান, ‘টাকা ডিভ্যালুয়েশনের কারণে ডলারের বেশি দাম পাওয়া গেছে। আগের অর্থবছরে প্রতি ডলার ৯০ টাকা বা তার কমে পাওয়া গেলেও এখন ১০৯ টাকা বা এর বেশিতে পাওয়া যাচ্ছে। ফলে রেভিনিউ বেড়েছে।’
কোম্পানির রাজস্বের একটি বড় অংশ বৈদেশিক মুদ্রায় ফ্রেইট কার্যক্রম থেকে আসে। তিনি জানান, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য ক্রুড অয়েল আমদানি করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানির হিসাব থেকেই ডলার পরিশোধ করা হয়। কারণ কোম্পানির আয় হয় ডলারেই। পরবর্তীতে পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের মূল্য ডলারে পরিশোধ করে।