‘জ্বালানি রূপান্তরের মাধ্যমে’ ৩৭ হাজার কর্মসংস্থান সম্ভব

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নজস্ব প্রতিবেদক

জ্বালানি খাতে বিশ্বে উল্লেখযোগ্য রূপান্তর ঘটছে। বাংলাদেশও এর বাইরে না। যদিও দেশে রূপান্তর ধীরগতিতে হচ্ছে। যদি যথাযথ গুরুত্ব দিয়ে সরকার ও নীতি-নির্ধারকরা পদক্ষেপ নেয় তাহলে জ্বালানি রূপান্তরের মাধ্যমে ৩৭ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সম্ভব। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘শক্তি রূপান্তর : কর্মসংস্থান এবং দক্ষতা’ শীর্ষক ডায়ালগে বেসরকারি গবেষণা-প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এমন সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে শক্তি রূপান্তর : বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মসংস্থান এবং দক্ষতার ওপর শক্তি রূপান্তরের প্রভাব শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন গোলাম মোয়াজ্জেম। প্রতিবেদনের ফল উল্লেখ করে তিনি বলেন, আগামীতে গ্রিড ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স দক্ষতার সমৃদ্ধ কর্মসংস্থান প্রয়োজন। শক্তি রূপান্তরের ফলে ২০৩০ সাল নাগাদ ৮ হাজার ৯১৯ কর্মসংস্থানের সৃষ্টি হবে। তবে যদি শক্তি রূপান্তর উল্লেখযোগ্য হারে বৃদ্ধিতে সরকার ও নীতি নির্ধারকরা অধিক গুরুত্ব দেয় তাহলে কর্মসংস্থান বাড়বে প্রায় ৪ গুণ। অর্থাৎ, ৩৭ হাজার ২২০ কর্মসংস্থানের সৃষ্টি সম্ভব। মোয়াজ্জেম বলেন, আমরা জ্বালানি খাতে ফসিল ফুয়েলের (কয়লা, পেট্রোল, ডিজেল যত বেশি পোড়ানো হয় কার্বন নির্গমন ততই বাড়ে) ওপর অতিমাত্রায় নির্ভরশীল।