ইতিবাচক পুঁজিবাজারে কমেছে লেনদেন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দিনভর শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। সূচক সামান্য বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। এর ফলে গত রোববার দরপতনের একদিন পর সোমবার ইতিবাচক প্রবণতার মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হলো। ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৫৬টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৭৩ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।