ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মন্দার মাঝেও রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী

মন্দার মাঝেও রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী

অর্থনৈতিক মন্দা ও ডলারের সংকটে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৪৮৪.৬৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৩৮৪.৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি কমলেও আগস্ট মাসে আবার বেড়েছে। এ বছরের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম কাস্টমসে ২ লাখ ৩ হাজার ৬০৭টি চালান আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২ লাখ ১৬ হাজার ৬৬২টি চালান।

কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ কোটি ৭৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩-২৪ সালের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়েও কাস্টম হাউসের রাজস্ব আয়ে পজিটিভ গ্রোথ দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ইতিবাচক খবর। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত