আলোর মুখ দেখেনি ই-ডাটাবেইস

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার ২০১৯ সালে এসএমই নীতিমালা করে। ওই নীতিমালায় বলা হয়েছে, সারা দেশে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের তালিকা তৈরি করতে হবে। কিন্তু প্রায় ৪ বছর হয়ে গেলেও সেই তালিকা তৈরি শেষ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থ বিভাগ থেকে অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। চলতি অর্থবছরেও টাকা বরাদ্দ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। জানা গেছে, এসএমই নীতিমালা ২০১৯ বাস্তবায়নে দুটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটি হলো- শিল্পমন্ত্রীর সভাপতিত্বে ৩৩ সদস্যের এসএমই উন্নয়ন পরিষদ (এনএসডিসি) এবং শিল্পসচিবকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় এসএমই টাস্কফোর্স। এই দুই কমিটির সদস্যরা বৈঠক করে নীতিমালা বাস্তবায়নে কাজ করবেন। এই নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে কটেজ, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি বা এসএমই উদ্যোক্তাদের তালিকা তৈরি করা হবে। এ জন্য ই-ডাটাবেইস তৈরি করা হবে। বর্তমান এসএমই খাতের যে তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়, তা ২০১৩ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত অর্থনৈতিক শুমারির। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ১০ বছর আগের তথ্যের ওপর নির্ভর করে ভবিষ্যতের এসএমই খাত উন্নয়ন পরিকল্পনা করা যুক্তিযুক্ত হচ্ছে না। ২০২২ সালের জানুয়ারি মাসে আগারগাঁওয়ে পর্যটন ভবনের সম্মেলনকক্ষে এসএমই ই-ডাটাবেইসের পাইলট কর্মসূচির উদ্বোধন করেছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।