৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এই তথ্য নিশ্চিত করেছেন। সাঈদ মাহবুব খান জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার টন গম কেনার অনুমোদন পেয়েছে খাদ্য অধিদফতর।