ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে ভারতের টাটা

বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে ভারতের টাটা

ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা এবার বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে। স্থানীয় উৎপাদন বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক প্রণোদনা প্রদানের ঘোষণা, ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার বাণিজ্যযুদ্ধ এবং চীনের বাইরে অ্যাপলের আইফোন উৎপাদনের কৌশল নেওয়ার কারণে টাটা সুযোগটি পেয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টাটা গ্রুপ আড়াই বছরের মধ্যে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাজারের জন্য অ্যাপলের আইফোন উৎপাদন শুরু করবে। ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর গত শুক্রবার টাটার আইফোন তৈরির এই ঘোষণা দেন। এতে ভারতের উৎপাদন খাতের ক্রমাগত দক্ষতা বৃদ্ধির প্রমাণ মেলে। সেই সঙ্গে চীনের বাজার ছেড়ে অ্যাপলের আইফোন উৎপাদনের বৈচিত্র্য আনার কৌশলও বাস্তবায়িত হবে। ফলে সারা বিশ্বের আগ্রহী গ্রাহক ভারতে তৈরি আইফোন পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত