দ্বিপাক্ষিক বাণিজ্য

সৌদি আরব সফরে ব্যবসায়ীদের বৃহৎ প্রতিনিধিদল

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গত রোববার একটি বাণিজ্য প্রতিনিধিদল সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধি এবং নতুন সুযোগ তৈরির চেষ্টা করবেন। গত মার্চ থেকেই ঢাকা ও রিয়াদের মধ্যে বাণিজ্য সহযোগিতার সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সৌদির বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকার এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে ঢাকা সফর করেছিল। তখন সৌদি আরব বাংলাদেশের জ্বালানি, সমুদ্রবন্দর ও কৃষি শিল্পে বিনিয়োগের জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছিল। এছাড়া দুই দেশের চেম্বার অব কমার্স দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক তদারকির জন্য একটি যৌথ কাউন্সিল প্রতিষ্ঠা করে। রিয়াদের উদ্দেশে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক কোম্পানির কয়েক ডজন ব্যবসায়ী নেতারা। এই সফরের মাধ্যমে নতুন নতুন বাণিজ্য সম্ভাবনা তৈরি হবে বলে আশা তাদের। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সামীর সাত্তার। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে সৌদি আরবে এটাই সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিনিধিদল সফরে যাচ্ছেন।