আইএমএফের শর্ত মেনে অর্থনীতির বড় সংস্কার পাকিস্তানের

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী শামসাদ আখতার।

তিনি বলেছেন, অর্থনীতিতে গতি আনতে বিভিন্ন ধরনের সংস্কার করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি দল পাকিস্তানের সঙ্গে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ঋণচুক্তির পরবর্তী কিস্তির ৭১ কোটি ডলার ছাড় করা নিয়ে আলোচনার জন্য আসবে, ঠিক তার আগে তিনি এমন মন্তব্য করলেন।