বিশ্ব প্রযুক্তি খাত
ছাঁটাই চলছেই, গত বছরের চেয়ে ৫০ শতাংশের বেশি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
বিশ্বের প্রযুক্তি খাতে ছাঁটাই এখনো চলছে। চলতি বছরের প্রথম ৯ মাসে এ খাতে মোট ২ লাখ ৪০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। ধারণা করা হয়েছিল, বিশ্ব অর্থনীতি মন্দা এড়ানোর কারণে চলতি বছর ছাঁটাইয়ের তেমন প্রয়োজন হবে না; কিন্তু বাস্তবে তার উল্টোটাই ঘটছে। বছরের প্রথম ৯ মাসে প্রযুক্তি কোম্পানিগুলোতে গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি কর্মী ছাঁটাই হয়েছে। প্রযুক্তি খাতবিষয়ক অনলাইন পোর্টাল টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে ফোন কোম্পানি নকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কারণ হিসেবে বলা হচ্ছে, বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৬৯ শতাংশ। অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে কোয়ালকম, কোয়ালট্রিকস ও লিঙ্কডইনও বিপুল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে ঠিকই, কিন্তু তার গতি কম। এ কারণে অনেক কোম্পানি দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক ধীরগতির আশঙ্কা করছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের মনোভাবে এক ধরনের পরিবর্তন এসেছে।