পশ্চিমা দেশগুলোয় শ্রম অসন্তোষ বাড়ছে

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

পশ্চিমা দেশগুলোয় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপ ও আমেরিকার অনেক দেশেই কর্মসংস্থানকে ঘিরে ধর্মঘটের প্রবণতাও বেড়েছে। এতে নষ্ট হচ্ছ বিপুল কর্মদিবস। বিশেষজ্ঞরা বলেছেন, কর্মদিবস নষ্ট হওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে দেশগুলোর প্রবৃদ্ধিতে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকরা বলেন, ইউরোপ আমেরিকার দেশগুলোর বিভিন্ন খাতের শ্রমিকরা নানা সময়ে কর্মবিরতিতে গেছেন। এসব খাতের মধ্যে গাড়ি নির্মাণ থেকে চলচ্চিত্র শিল্প পর্যন্ত রয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির উন্নয়নের কারণেও কর্মসংস্থান ঝুঁকিতে পড়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহেই মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল যুক্তরাজ্যের ট্রেন চালক ইউনিয়ন। তখন থমকে গিয়েছিল ট্রেন পরিষেবা। সড়কপথে বেড়ে গিয়েছিল যানজট। বাসে চলাচল করতে গিয়ে দ্বিগুণ সময়ে লেগেছিল সাধারণ মানুষদের। এছাড়া চলতি মাসে ঘর্মঘট পালন করেছে চিকিৎসক ও অন্যান্য পেশাজীবিরা। তাদেরও দাবি ছিল বেতন বাড়ানো। কারণ মূল্যস্ফীতির কারণে পর্যুদস্ত সবাই। গত বছর যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৯ শতাংশ।