ডিএসই’র লেনদেন ৫০০ কোটি ছাড়িয়েছে

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ তৃতীয় কর্মদিবস গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

ডিএসইতে ৩২৯টি প্রতিষ্ঠানের ১২ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৮১৪টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাতবদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা। ডিএসই সূত্রে, আজ ডিএসইতে ৮৩টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৬২টি কোম্পানির শেয়ারের দাম।

অপরিবর্তিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।