টাকা পে নামে ডেবিট কার্ড আনছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্ড উদ্বোধন করবেন। কার্ডটি ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি দেশের ভেতরে ব্যবহার করা যাবে। তবে অচিরেই এই কার্ডের ব্যবহার ভারতেও সম্প্রসারিত হবে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। মূলত ভিসা বা মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমিয়ে আনতেই এই জাতীয় ডেবিট কার্ড বা টাকা পে কার্ড স্কিমের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ডেবিট-ক্রেডিট কার্ডের মতোই হবে এই কার্ডের ব্যবহার। অচিরেই দেশের বাইরেও এই কার্ড ব্যবহার করে লেনদেন করা যাবে উল্লেখ করে তিনি বলেন, আপাতত দেশের ভেতরে ব্যবহার শুরু হলেও অচিরেই এই কার্ড ব্যবহার করে ভারতীয় রুপিতেও লেনদেন করা যাবে। দেশে ডেবিট, মাস্টার কার্ড, অ্যামেক্সের মতো বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্ড চালু রয়েছে।