আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার আশুলিয়ায় গত তিন দিন ধরে চলতে থাকা শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর গতকাল চতুর্থ দিনে আশুলিয়ায় পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবে এলাকার অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়াসহ নিশ্চিন্তপুর ও এর আশপাশের এলাকার পাঁচ-ছয়টি পয়েন্টে বিচ্ছিন্নভাবে কিছু শ্রমিক বিক্ষোভ করার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকালে জামগড়াসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, সকাল ৮টার পর বিচ্ছিন্নভাবে কিছু শ্রমিক বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশ সদস্যরা এসব শ্রমিকদের ধাওয়া দিয়ে ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আজকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। পাঁচ-ছয়টি পয়েন্টে শ্রমিকরা ইট পাটকেল ছুঁড়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও পুলিশ তাদের ধাওয়া দিয়ে কয়েক রাউন্ডে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া সামগ্রিকভাবে আশুলিয়া আজ শান্ত।’ এদিকে, গত কয়েক দিন যাবত চলতে তাথা টানা শ্রমিক আন্দোলনের জেরে আজ আশুলিয়ার অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বেশ কয়েকটি কারখানার সামনে গিয়ে দেখা যায়, কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে কারখানার গেইটে নোটিশ টানিয়ে দিয়েছে। এমনই একটি কারখানা ফ্যাশনইট কোম্পানি লিমিটেডের নোটিশে বলা হয়েছে, ‘আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণ অত্র কারখানার সকল বিভাগের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।’