অবরোধের প্রভাব নেই শেয়ারবাজারে
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস গতকাল বুধবার (১ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট। ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। তবে সিএসইতে কিছুটা ইতিবাচক প্রবণতার মধ্যদিয়ে লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের ৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৬১৪টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা। অর্থাৎ, আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
এদিন ডিএসইতে ৫০টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৯২টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।