ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবরোধে বিক্রি কমেছে খাতুনগঞ্জে

অবরোধে বিক্রি কমেছে খাতুনগঞ্জে

ব্যবসায়ীদের শঙ্কা, টানা তিন দিনের অবরোধে ক্ষমতাসীন দলের সমর্থক, বিরোধীদলীয় সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে; যা পুরো সাপ্লাই চেইনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর। এতে করে দেশে চলমান বৈদেশিক মুদ্রার সংকট এবং মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনেই দেশের ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে ব্যবসায়িক লেনদেন। ক্রেতার অভাবে অলস সময় পার করছিলেন দোকানিরা। দেশব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা অবরোধে মঙ্গলবার (৩১ অক্টোবর) সারাদেশে নিত্যপণ্যের বেচা-বিক্রি ও আমদানি-রপ্তানি পণ্যের চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ব্যবসায়ীদের শঙ্কা, টানা তিন দিনের অবরোধে ক্ষমতাসীন দলের সমর্থক, বিরোধী দলীয় সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে; যা পুরো সরবরাহ চেইনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর। এতে করে দেশে চলমান বৈদেশিক মুদ্রার সংকট এবং মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কঠোর কর্মসূচি পালন করছে দেশের বিরোধী দলগুলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত