ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এছাড়া আলাদা ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবিও করছে সংস্থাটি। সেই লক্ষ্যে আগামী শনিবার (৪ নভেম্বর) ‘অবৈধ সিন্ডিকেট ভাঙা ও পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবিতে একটি প্রতিবাদ র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করা হবে। ওই দিন সকাল ৭টায় উত্তরার ১৩ সেক্টরের কেন্দ্রীয় পার্কে (বটতলা) মানববন্ধনের আয়োজন করা হবে। এতে সভাপতিত্ব করবেন ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৩ নম্বর সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুমতাজুল করিম। মানববন্ধনে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ও ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা সুলতানা (পপি) ও ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেবনাথসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত