ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অর্থনীতিতে সৌদি, কানাডা, ইতালিসহ ৯ দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

অর্থনীতিতে সৌদি, কানাডা, ইতালিসহ ৯ দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

আগামী ২০৭৫ সালে বিশ্বের ১৬তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ। সৌদি আরব, কানাডা, তুরস্ক, অস্ট্রেলিয়া, ইতালি, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে দেশটি। ব্যবসাভিত্তিক বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়াহু ফিন্যান্সের এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আগামী ৫০ বছর পর বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ১৬তম। দেশটির আগে থাকবে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো। তবে সৌদি আরব, কানাডা, তুরস্ক, অস্ট্রেলিয়া, ইতালি, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলবে তারা। মূলত বিভিন্ন দেশের অর্থনৈতিক বিষয়াবলী বিশ্লেষণ করে ইয়াহু ফিন্যান্স।

২০৭৫ সালে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির বিচারে কোন দেশের অবস্থায় কোথায় থাকবে- এ নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা করেছে তারা। সেসব তথ্য অনুযায়ী সেরা ২৫টি দেশ হলো- ১. চীন, ২. ভারত, ৩. যুক্তরাষ্ট্র, ৪. ইন্দোনেশিয়া, ৫. নাইজেরিয়া, ৬. পাকিস্তান, ৭. মিশর, ৮. ব্রাজিল, ৯. জার্মানি, ১০. যুক্তরাজ্য, ১১. মেক্সিকো, ১২. জাপান, ১৩. রাশিয়া, ১৪. ফিলিপাইন, ১৫. ফ্রান্স, ১৬. বাংলাদেশ, ১৭. ইথিওপিয়া, ১৮. সৌদি আরব, ১৯. কানাডা, ২০. তুরস্ক, ২১. অস্ট্রেলিয়া, ২২. ইতালি, ২৩. মালয়েশিয়া, ২৪ দক্ষিণ কোরিয়া এবং ২৫. দক্ষিণ আফ্রিকা। ইয়াহু ফিন্যান্স দাবি করেছে, ২০৭৫ সালে বাংলাদেশের সম্ভাব্য জিডিপি হবে ১ ট্রিলিয়ন ডলার : ৬ দশমিক ৩। বাংলাদেশ সম্পর্কে তারা আরো জানিয়েছে, বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকার দেশ হলো বাংলাদেশ। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দেশটির সমৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হারে বাড়তে থাকবে। তবে তারল্যের ঝুঁকি রয়েছে। ফলে এসঅ্যান্ডপি পরিবর্তন হয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি নেতিবাচকও হতে পারে। ২০৭৫ সালের মধ্যে সর্ববৃহৎ অর্থনেতিক দেশগুলোর তালিকা তৈরি করতে বিশ্বখ্যাত মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের সহায়তা নিয়েছে ইয়াহু ফিন্যান্স। সাধারণত, বিশ্বের প্রত্যেক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল্যায়ন করে গোল্ডম্যান স্যাকস। আলোচিত সময়ে কোন দেশের জিডিপি কত হবে, সেটি নিরূপণ করেছে তারা। তবে এ মূল্যায়নই সঠিক হবে; এর কোনো নিশ্চয়তা দেয়নি গোল্ডম্যান স্যাকস। এ সময়ের মধ্যে অন্য কোনো দেশও বড় কোনো চমক দেখাতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত