হলফনামা দিয়ে লাইসেন্স ফেরত পেল ছয় মানি এক্সচেঞ্জ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করায় সাত মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ছয়টির ওপর থেকে গত বুধবার (১ নভেম্বর) স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। কারণ, এসব মানি এক্সচেঞ্জগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে ডলার কেনাবেচা করার হলফনামা জমা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যে ছয় প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত রাখার আদেশ প্রত্যাহার করা হয়েছে সেগুলো হলো, ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউস, জেনি মানি এক্সচেঞ্জ, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ, জেবি মানি এক্সচেঞ্জ ও বেঙ্গল মানি এক্সচেঞ্জ।