সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব পাচ্ছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। দেড় হাজার কোটি টাকার এই টার্মিনাল সৌদি প্রতিষ্ঠান দিয়ে পরিচালনায় সরকারের নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ১৪ নভেম্বর আনুষ্ঠানিক চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। গত দেড় বছরের বেশি সময় ধরে অলস পড়ে আছে কর্ণফুলী নদীর একেবারে মোহনার কাছে গড়ে ওঠা এই কনটেইনার টার্মিনাল। কিন্তু এতদিন দেশি না বিদেশি বিভিন্ন অপারেটর অপেক্ষায় ছিল দেড় হাজার কোটি টাকার এই টার্মিনালের দায়িত্ব কে নেবে, সেই সিদ্ধান্তের। অথচ গত জানুয়ারি মাসে সাড়ে ১২ মিটার গভীরতা এবং ২০০ মিটার দীর্ঘ জাহাজ এনে এই টার্মিনালে নব্য পরীক্ষাও হয়ে গেছে। অবশেষ জট খুলতে শুরু করেছে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সৌদি আরবকে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশেষ করে, সৌদি সরকারের প্রস্তাব অনুযায়ী, রেড সি গেটওয়ে টার্মিনাল পাচ্ছে এই দায়িত্ব। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, তারা আসছেন। তারা প্রস্তাব দিয়েছেন। আমরাও আমাদের প্রস্তাবনা পাঠিয়েছি। তারা সেই প্রস্তাবনার উত্তরও দিয়েছেন। তার ওপর ভিত্তি করে আমরা চূড়ান্ত যাচাই-বাছাই করছি। এর মধ্যেই বেশি কিছু আলাপ-আলোচনা সম্পন্ন হয়ে গেছে। বিশেষ করে, টেকনিক্যাল আলাপ-আলোচনাগুলো শেষ করে ফেলেছি। আমরা আশা করছি, বাকি যে কাজগুলো রয়েছে, তা আগামী ১৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় জি টু জি’র মাধ্যমে সৌদি আরবের এই প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করবে। আগামী ১৪ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। তবে এই টার্মিনালে ব্যবহারের যন্ত্রপাতি সৌদি প্রতিষ্ঠানকেই আনতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘তারাই প্রয়োজনীয় যন্ত্রপাতি আনবে।