পুঁজিবাজারে পতন দিয়েই সপ্তাহ শুরু

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১ দশমিক ৬৫ পয়েন্ট। তবে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর সূত্রে, ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৫৫টি শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের হাতবদল হয়েছে, যা টাকার অঙ্কে ৪৭০ কোটি ৫৯ লাখ ৬ হাজার টাকা। তবে গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৬ লাখ ৩২ হাজার টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে। ডিএসইতে ১০৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। এর পরের তালিকায় রয়েছে ওরিয়ন ইনফিউশন, শমরিতা হাসপাতাল, রয়েল টিউলিপ সি পার্ল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, জেমিনি সি ফুড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। এছাড়া সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে।