দক্ষিণ এশিয়ায় একক মুদ্রা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদনে কিছু দেশের ডলারের বিকল্প খোঁজার চেষ্টার মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একক মুদ্রা চালু করা সম্ভব কি না, সে প্রশ্নে আলোচনা হলো ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলনে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘রিফ্রামিং সাউথ এশিয়ান রিজিওনাল কো-অপারেশন ইন দ্য নিউ কনটেস্কট’ শীর্ষক দুই দিনের এ সম্মেলনে আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের একটি করে প্রতিষ্ঠান। এতে অংশ নেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরাও। ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ (আরআইএস), নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট (এসএডব্লিউটিইই), পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই) ও শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিস (আইপিএস) এ সেমিনারের যৌথ আয়োজক। এতে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ‘ইউরো’র মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের জন্য স্বতন্ত্র একক কোনো মুদ্রা ব্যবহার করতে পারে কি না তা নিয়ে বিশেষজ্ঞরা একটি প্লেনারি সেশনে আলোচনা করেন। সেখানে দুই পক্ষেই নানা যুক্তি উঠে আসে। কেউ বলেন, একক মুদ্রা বৈদেশিক বাণিজ্যে দেশগুলোর খরচ ও সময় কমিয়ে দেবে। কেউ বলেন, ইউরোপের আদলে একক মুদ্রা চালুর বাস্তবতা এখনও এখানে হয়নি।