সৌদি ব্যবসায়ীদের মানবসম্পদ নিতে আহ্বান ডিসিসিআই
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে আরো বেশি মানবসম্পদ নিতে সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। এ বিষয়ে ডিসিসিআই’র সাথে আল মদিনা আল মনোয়ারা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভা সম্প্রতি মদিনা চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদস্যের বেসরকারি খাতের একটি বাণিজ্য প্রতিনিধিদল এখন সৌদি আরব সফরে রয়েছে। ডিসিসিআই সভাপতি সামীর সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী সৌদি আরবে বিভিন্ন খাতে কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশের মোট রেমিট্যান্সের প্রায় ৩০ শতাংশ সৌদি আরব হতে আসে। ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় সৌদি সরকার বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বাংলাদেশ হতে বিশেষ করে লজিস্টিক, অবকাঠামো, তথ্য-প্রযুক্তি ও আউটসোর্সিং প্রভৃতি খাতে আরো বেশি হারে দক্ষ মানবসম্পদ নেওয়ার জন্য মদিনা চেম্বারের উদ্যোক্তাসহ সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।